মানুষ রূপী ছাগলের দল
বেয়াদব আর উশৃংখল
একটু খানি সুযোগ পেলে
ভ্যা ভ্যা করে বেড়ায় বলে
“আমরাই সব, বাঁকী গুলো
বাতাসে উড়া পাতলা তুলো।”

নারী নাকি পুরুষ ওরা
চুল দেখে যায়না ধরা
ভদ্ররা ওদের চোখের বালি
সুযোগ পেলেই মারে কালি
নিজের সন্মান রক্ষা করে
অনেকেই ওদের দেয় ছেড়ে।

জনগণ হচ্ছে সচেতন তাই
সামনে ওদের ভাত নাই
মনুষ নাকি ছাগল ওরা
সমাজের কাছে পড়বে ধরা
ওদের ভাগ্যে আছে পাওয়া
পঁচিশ জুতোর নাস্তা খাওয়া।