আমি চিরকালই আত্মকেন্দ্রিক
কারো সংগে তেমন মেলামেশা নেই
দু’চার জন বন্ধু আছে হালকা দরের
মেয়েলোক দের পাত্তাই দেইনা।
আসলে গোপন সত্যটি হলো
আমার এ চেহারা আধুনিক ললনারা
পছন্দ করবে না এটাই বাস্তব ।
কিন্তু কিছুদিন ধরে একটি মেয়ে
আমাকে জ্বালাচ্ছিল
হয়তো খেলার ছলে
নয়তো নিয়েমের উল্টো টা ।
কয়েকদিনে সে বেশ কয়েকটি প্রশ্ন করেছিল
আমি সব সময়ই না শোনার ভান করেছি
এবং মন কে বুঝিয়েছি
“তোমাকে বাঁচানোর জন্যেই এ কৌশল”
তার শেষ প্রশ্নটি আমাকে
প্রথম নাড়া দিয়েছিলো ।
বলেছিল,” আমি কি আপনার অযোগ্য ?”
এরপরই নিজের গ্রহণ যোগ্যতার প্রমাণ পেয়ে
তাকেই কামনা করেছি আপন নিয়ম ভেঙ্গে
তারপর আশায় থেকেছি, দেখা মেলেনি
যেদিন দেখলাম –
সেদিন সে আর একা নেই !!