নষ্ট মনের কষ্ট গুলো নর্দমায় পড়ে ছটফট করে
কোয়ারেন্টাইনের যাত্রী যেমন গুমরে কাঁদে বদ্ধ ঘরে।

পচা দুচোখ ছ্যাচা খেয়ে আকাশ ছাড়া দেখেনা কিছু
কিশোর গ্যাঙয়ের মতো স্মৃতি লেগে থাকে পিছু পিছু।

সেই আমি আর এই আমি তে পার্থক্যটা করে দিলে তুমি
নিজে হলে সবুজ শ্যামল, আমায় বানালে মরুভূমি।

ষোল কলার কয়েক কলায় করে দিয়ে গেলে পথ ভ্রষ্ট
চিৎকারে যে ফুলল বেলুন, তাতে শুধুই নষ্ট মনের কষ্ট!!