এ দেশেরই ছেলে এক
নাম তার নজরুল
সবাই জানে ছিলেন তিনি
গোবরে পদ্মফুল
শিশু কালের কবিতা তার
সবাইকে করে মুগ্ধ
দেশের জন্যে লড়েছেন তিনি
করেছেন শেষে যুদ্ধ
কৈশোরে পেটের দায়ে
করতেন কতো কাজ
গানের ভুবনেও তিনি
সত্যিই মহারাজ
মরেও অমর তিনি
পৃথিবীর পরে
হৃদয় মাঝে রাখবে সবাই
শত শতাব্দী ধরে