জীবনের অনেকটা সময় মোর বৃথা কেটে গেছে
বুঝেছে মন দুচোখ যখন তোমায় দেখেছে ।
এতো সুন্দর হতে পারে কেউ ভাবতে অবাক লাগে
যতো বারই দেখি তোমাকে হৃদয়ে স্বপ্ন জাগে ।
মিষ্টি চোখের দৃষ্টি দিয়ে তাকাও যখন তুমি
সবুজে ভরে যায় আমার বুকের মরু ভুমি ।
আরও অনেক আগে তোমায় দেখতে পেতাম যদি
তোমার জন্যে এতদিনে আমি হতাম মস্ত কবি ।
প্রতি কবিতার প্রতি লাইনে তোমার কথা থাকতো
অশান্ত এই মনটা আমার পৃথিবীকেই ভুলতো ।
দেরিতে হলেও ভাগ্য গুনে পেলাম যখন দেখা
অবহেলা দিয়ে আমায় তুমি করে রেখোনা একা ।
এসো না দুজন ভুলে এ ভুবন স্বপ্নের নীড় গড়ি
সবটুকু ভয় হয়ে যাক ক্ষয় প্রেমের গাড়িতে চড়ি ।