আমার দখিন খোলা জানলায়
চাঁদ উঁকি মারে রাতের বেলায়,
নয় সে চাঁদ
মায়াবী ফাঁদ-
কেড়ে নেয় সুখ
শুধু ভাবায় তোমার মুখ;
আমি সাঁতরাই
বিছানায়,যন্ত্রনায়...


জ্যোৎস্নায় ভাসে রাত
মায়াবী রুপোলি আলো,
মনের গহনে আমার আজো
অমাবস্যার কালো;
মরুভূমি বুকে-
গভীর অ-সুখে
কেটে যায় বিনিদ্র রাত;
তবু আকাশে দাঁত বার করে হেসে যায় বেহায়া চাঁদ!!