মেঘ-মেদুর সন্ধ্যাবেলা,বৃষ্টিঝরা রাতে
উদাসী-মন বসলো এসে কাগজ কলম হাতে,
পাগলপারা ব্যাকুল মনে অনেক কথা জমে
ভীড় করে আজ আসছে পাতায় কলম দিয়ে নেমে,
কি যে লিখি,কি না লিখি,নিজেই জানি নাকো
ক্লান্তি এসে চোখকে বলে ঘুমের দেশে থাকো।
চোখ বুজতেই স্বপ্নেরা সব ভীড় করে আজ আসে
তার মধ্যে তোমায় খুঁজি হাজার ভীড়ের মাঝে,
হঠাৎ দেখি হারিয়ে গেছ, আবার দেখি আছো
লুকোচুরি খেলতে আজো এত্ত ভালোবাসো!
শেষ খেলাতে কোথায় তুমি হারিয়ে গেলে,আর
পাইনি খুঁজে আজও তোমায় সপ্তসাগর পার।
ঘুমটা হঠাৎ ভেঙে দেখি কাগজগুলো ভিজে
জানলা দিয়ে বৃষ্টি এসে জানিয়ে গেছে কি যে;
শব্দেরা সব হারিয়ে গেছে বৃষ্টির উচ্ছ্বাসে
বারে বারেই হারাই তোমায় দুঃসহ নৈরাশে!!