বর্তমান সময়টা বড়ই অসময়
সেযুগের সেই সব কবিরা জন্মায়না আর;
এখন কবিতা মানে -
অশ্লীল শব্দ দিয়ে গঠিত অর্থহীন কিছু বাক্য,
নাম দাও আধুনিক কবিতা!
তথাকথিত কিছু সমঝদারের হাততালি
সম্মান পদক জোটে সবই ;
কিন্তু পাঠক জোটে ক'জন?


চারদিকে এত হাহাকার
অন্নের জন্য;
তবু একঘেয়ে প্রেমের কবিতা -
বহু ব্যবহার-চর্চিত ভালোবাসা নামক একটি শব্দের পোষ্টমর্টেম!


আজও এদেশে ডাস্টবিনে কুকুরে-মানুষে লড়াই চলে-
একমুঠো ভাতের জন্য;
মানুষের পাশবিক কামনায়
ফুটপাথের পাগলীটাও মা হয়ে ওঠে;
চারদিকে এত মৃত্যু-
তবুও কবির কলম প্রতিবাদ করেনা;


সাদা কাগজে রক্তের অক্ষরে লেখা হয়
অর্থহীন প্রেমের উপাখ্যান!!