ঘরে নেই চাল-ডাল, পরনেরও জামা-প্যান্ট
আধ-পেটা খেয়ে ছেলে, পড়ে বই A for Ant ;
ইস্কুলে গেলে মেলে ডাল-ভাত দুপুরে
বাপ যায় কারখানা, খাটে গায়ে-গতরে ;
দিনভর খেটে-খুঁটে রোজ পায় ক’আনা
ছেলে পড়ে ইস্কুলে, স্বপ্নেরা মেলে ডানা -
মা-ও যায় বাবু-বাড়ি, ঝি-গিরি করে রোজ
পেট ভরে খেয়েছিলো শেষ কবে নেই খোঁজ !
ছেলেকে করবে বড়, মনে শুধু এই জেদ
ছেলে পড়ে ইস্কুলে A B C D E F !
মাঝরাতে যদি খোকা উঠে পড়ে গরমে
মা উঠে হাওয়া দেয়, বাপ মরে মরমে -
দু’চোখে স্বপ্ন জ্বেলে নির্ঘুম রাত-ভোর
সকালের রোদ এসে বলে দিন শুরু তোর !