তোমার ছোঁয়াতে আগুন জেগেছিল শরীরে
স্ফুলিঙ্গ ছড়াতো বিজন রাত্তিরে ;
শীতের কুয়াশা চাদরে মোড়া সকাল
হঠাৎ উষ্ণ হয়ে যেত অচিরেই !
ব্যস্ত শহরের জন-কোলাহলে
নির্জনতা খুঁজে খুঁজে হয়রান -
সন্ধ্যায় গঙ্গাবক্ষে ভাসমান নৌকার ছইয়ের আড়ালে
দুই হাত খুঁজে নেয় উষ্ণতার সন্ধান ;
নির্ঘুম রাতের আঁধারে
জানলার বাইরে বাতাসের ফিসফাস -
একদিন মুখর ছিল যে রাত্রি
আজ বিছানায় নির্জীব সেলফোনের লাশ ;
আজো মাঝরাতে ঘুম ভেঙ্গে কখনো-সখনো
শিরায় শিরায় উন্মত্ত আগুন জ্বলে ;
অতৃপ্তি হৃদয়ে নাকি শরীরে বুঝিনি এখনো
যেমন বুঝিনি কাকে ঠিক ভালোবাসা বলে !!