কবিতারা চুপচাপ সরে যায়
ভোরের শিশির প্রায় ,
শূন্য এ বুক
অকারণ উন্মুখ -
হেমন্তের শিশির ঝরে পড়ে গায়
কে যেন না থেকেও আমায় অকারণে নাচায়, কাঁদায়, হাসায় !


তবুও তো চাঁদ ওঠে জনপদে
বান আসে রুখা-শুখা নদে ,
অধরা সে হাত
জ্যোৎস্নার রাত -
আদিম চাঁদ বিছিয়ে দেয় মায়াবী আলো
কখনো বলেনি আমা্‌র, তবু কেন মনে এলো, বসলো, ভাবালো !