ইচ্ছের মৃত্যুতে কে পায় শাস্তি
ভাবনার খুন করে পলাতক আততায়ী,
জরাজীর্ণ শরীর চলে গতিতে পা রেখে,স্বইচ্ছার বিপরীতে


অলস সময় নির্জনে কাটাতে চায়,
শব্দজালিকা ঘোরে সিগারেটের ধোয়ায়,
নিদ্রা ভঙ্গের মতো ভাবনার ঘটে ব্যাঘাত,অতর্কিতে


রোজের রুটিন ঘিরে চারদিক ছায় ছায়ায়
এশরীর দুহাতে অনিচ্ছাকে টেনে বেড়ায়
এপথে আমি আগে আসিনি,চাইনিও কখন


তবু মাঝরাতে পথে ভীর কমে এলে,
খাতা-কলম নিয়ে বসি ঘরে ফিরে,
ঘুমের মধ্যেই ইচ্ছেরা বেঁচে থাকে,চোখ খুললেই মৃত।।