হঠাৎ আলাপ হয়েছিল এক উন্মাদ নির্ঝরিণীর সাথে
নিজের উচ্ছলতার নিয়ন্ত্রণ সে শেখেনি কখনো
কাঁচের মতো স্বচ্ছ কোমল মুখবর্ন
গাঢ বেগুনীর ছটা তার সমস্ত শরীরে,
ভোরের শিশির তার মসৃণ ত্বকে
চন্দনের সুভাসে ঘুমিয়েছে মগ্ন শিশুর মতো।
প্রথম প্রথম
তার আগমন বিদ্যুৎ বয়ে আনত,
যেন আমি এক অসহায় নিরবধি ক্ষুধার্ত
রক্তবেগ সহস্রগুণ বাড়িয়ে দিয়ে যেন
মৃত্যুর মুখে নিয়ে দাঁড় করাত
এভাবেই সে মৃত্যুগহ্বরে টেনে নিত।
তবু,
সেই প্রথম আমার
মৃত্যুর সাথে পরিচয়
প্রথম পাওয়া বেদনার আস্বাদ,
হরিণীর স্মৃতি ছুটে চলে অবিরাম
রোজরাতে,হৃদয়জুড়ে
প্রগলভা তুমি অনন্যের প্রতিমূর্তি
তুমি বিহঙ্গের কোলাহল
মৃত লাশের বুকে ক্ষণিকের সাড়া
তুমি মৃত্যু,ধ্বংসের কুহেলিকা।।