আলো-অন্ধকারের বন্দিশে
আমি আঁকছি শুধু
কয়েকটি উঁচুনিচু মুখ,
আর একটি মাত্র পথ
যাঁর শেষার্ধে ফুড়ুৎ আলো
জ্বলছে আর নিভছে
নিভছে আর জ্বলছে—
চারিদিকে অনন্ত দ্বিধা, অপরাধবোধ
হা-হা—হু-হু স্বরে অট্টহাসি
শরীর জুড়ে আশ্চর্য শিকড়হীনতা
রন্ধ্রে রন্ধ্রে অবিশ্বাস
ভয় হয়; বুকের ভেতর
জোর করে জমতে থাকে
দীর্ঘ, খুব দীর্ঘ এক নিঃশ্বাস।
তবুও
ধীরে ধীরে
খুবই ধীরে ধীরে
এগিয়ে যাওয়া
স্মৃতিদের পদচিহ্ন স্পর্শ করে পায়ে;
শান্ত ভাবে হেটে যাওয়ার বাইরে
জীবনের আর কিছুই অবশিষ্ট নেই!