নিখাদ দুঃখ পেলে,
উপমায় কোনো রঙ থাকে না পৃথিবীর।
যেমন আজ, কি করুন নিঃসঙ্গতা দেখে এলাম আজ
শির বাকা একটা গাছ, নেই কোনো মানুষ তার
সে গাছের পাতা গুনতে গুনতে মুখস্ত হয়ে যাচ্ছিল
এতোটা নিরূপায় সময়
তাঁর ছায়ায় ছিল সমাজের সকল মেনে নেওয়া অনুভূতি
কী আর মেনে নেয়না সমাজ? সবইতো নেয়।
কী-ই বা চাও তুমি?
সবকিছু শেষ হওয়ার পরে যেটুকু শূন্যতা,
সেটুকু আমার।
একদা তোমাদের কাছে এসে পেতেছিলাম হাত
রাখিনি কখনো বন্ধুত্বের দাবী..
শুধু রাতের কাছে চেয়েছিলাম - একটু ঘুম
আর পরিযায়ী পাখিদের কাছে রঙীন স্বপ্ন;
পাখিদের ভাষা বুঝে নিতে গিয়ে আরও ক্লান্ত।
কোথাও শান্তি নেই;
নেই প্রেমিকাদের বুকে বা সন্তানদের মুখে।
এই তো নিষ্পাপ অভিশাপ
এর পরিণতি হলো নিজেকে মহান ঘোষণা করা।
এভাবে ভাবতে থাকার পর
মানুষই তোমার স্বপ্নসাইকেল থেকে খুলে নিয়েছে  চাকা..
পৃথিবীর প্রাচীনতম মমতাসমূহে মিশে আছে বিষ
আর তুমি নব্য-পুতুল ছাড়া কিচ্ছু না।
হা হা করে হাসতে থাকা রুহু, আজ কাঁদে
দূর মাঠে দেখা নিঃশব্দ্য সাদা বৃষ্টির মতো
এরপর সময়ের হিসেব শেষে আলো নিভে যায় তাতেও বাঁচে গভীর সৌন্দর্য..
দূরের পথ ধরে পথিক চলে যায়, বছর যায়,
একে একে সব ঋতুও পার হয়ে যায়।
ডাকলে সারা দেয় না, হারিয়ে যায়।
কাছের এবং দূরের সবই ঝাপসা হয়ে যায়
কারো কারো পৃথিবীতে কোনো পুষ্প নেই
এভাবেই টিকে থাকা কিন্তু
টিকে থাকাটাই তো মানবজীবনের শেষ কথা নয়।