রাতজাগা ভোরে-
সূর্যোদয়ের সাথে পহেলা পলক ফেলে
মন ছন্ন হয়ে ওঠে, অজানা অদ্ভুত কোনো কারণে।
নিঃসঙ্গ বাতাসেরা সঙ্গ দেওয়ার ছলে কিছু কথা বলে
আরুশি প্রভাতী মৃদু আলো আমায় দেখে হাঁসে;


কিছু কথা আমারও ঠোঁটে এসে জমে যেমন মৃত মানুষের ঠোঁটে সত্য এসে বসে!


দূরে থাকা সূর্য, দূরে থেকেই শান্তনার আলোর ছোঁয়া দিয়ে পালায় ঘড়ির ছন্দে মেঘের আড়ালে!


আমি হাত বাড়িয়ে বলি একটু অপেক্ষা করো আমার জন্যে;
তবু এভাবেই নিজেকে চেনার মুহূর্ত সকল পালায় না ব'লে!


শুধু সময় সময়ের মতো যাবে চলে; থাকবে না কারো জন্যই দাঁড়িয়ে
চোখ চোখের মতো পলক ফেলবে; সৌন্দর্য আকরে  রাখো জড়িয়ে।
......