আমি পথে একাকী মনে হাটি,আমি ঘরে ফিরি
আমার আমি'কে খুঁজে, রোমন্থনে যার সুখস্মৃতি
ঈশ্বর অথবা মানুষ, কোথাও কোনো কেউ খুনি
যার আশায় ঝড়ছে ফুল, সে-ও একজন দোষী||
নিজেকে নিয়ে ভাবনা যার,এক অবুঝ বুদ্ধিজীবী
দেয়াল মুখে কলম হাতে ভাবনা কেবল -
সবই তো আবেগ-প্রবন-কথা,
                       কি আছে আর লেখার বাকি?