নিরবতায় কাতর দুটো চোখ
দুঃখ গুনছে রোজ, তাঁরাদের মাঝে ||
আমি ও আমার জীবন, পঙক্তি মুণ্ডপাতে
জানে-না নিরহ বলপেন -
আবদ্ধ ঘরে জানালার ধারে আহত কে?
ক্লান্তি ঘুমায় চোখের পাতায়
বাইরে বৃষ্টি, মগজে ঝড়ো কবিতা
যে লেখায় মাতাল ঢেউয়ের শাখা
শুনবে কি কেউ?
শুনবে কি সেও?
জানি না! আমি জানি না!
যাঁদের ভালোবেসেছি আজও
তাঁরা ভালোবাসে প্রস্থান
অতলান্তে দেয় ডুব
গিলে খায় নৈঃশব্দ্য
আরও গভীরে যায়
আরও ভেতরে যায়
ছুঁয়ে দেখে না আঙুলে ক্ষত
ছুঁয়ে দেখে না হৃদয়!
আসলে ফিরিয়ে দেয়া হয়;
যাঁকে ফিরিয়ে দেয়া হয়
তাঁকে করবে গ্রহণ-
অপরিচিত রাতের ঢেউ,আরেকটু সময়!