তখন ক্যাম্পাসে সূর্য অস্তমিত প্রায়, সব কিছুর উপর এক উষ্ণ কমলা আভা। সারাদিনের বিশৃঙ্খলার মাঝে এক যুবক হাতে ধরে ফুল ক্যাম্পাসের মধ্যে চলমান, ফুলটি উজ্জ্বল এবং প্রাণবন্ত যেন তাকে ঘিরে থাকা অশান্তির সম্পূর্ণ বিপরীত।


প্রকৃতির মাঝে ছিল সংঘাত। গাছ এবং ঝোপগুলি মাতাল মনে সবুজ, আর আকাশ ফ্যাকাশে নীল। নিস্তব্ধ গুমোট এক আবহাওয়া, বলতে চাইছিল পূর্বাভাস কোনো আগমনীর..


হাঁটতে হাঁটতে দূর থেকে শুনতে পাওয়া একরাশ অসন্তুষ্ট চিৎকার, কিছু হৃদয় করছে বিক্ষোভ, কিছু পোশাক ধারি যৎকিঞ্চিৎ নিয়ন্ত্রণ। কিন্তু ছেলেটি পরিস্থিতির নিলামে  হাতে ধরে রাখা ফুলের সৌন্দর্যের পরিবর্তে সমস্ত উপেক্ষায় মগ্ন..


আচমকা এক গুলির আওয়াজ, সকল বিশৃঙ্খলা লাল হয়ে এলো। ছেলেটির হাতে থাকা ফুলের শরীর, রক্তে রঞ্জিত। তার চারপাশের পৃথিবীতে শুধু অন্ধ আলো!


তবুও ছেলেটি ফুল ছাড়তে রাজি নয়, শক্তভাবে ধরে রেখেছিল, হয়তো ধ্বংসের মাঝেও সুন্দর বাঁচিয়ে রাখার জন্য..



লেখা টি ২মাস পুরনো, রাজশাহী বিশব্বিদ্যালয়ে ঘটে যাওয়া সংঘাত কেন্দ্রীক।