আলোয় কেঁদো না তুমি নবজাতকের অন্ধ বিবেক তোমাকে ব্যার্থ ভাববে!


আধারে কেঁদো না তুমি অবুঝ আপন তোমাকে ব্যার্থ ভাববে!


কোথাও কেঁদো না তুমি ধীরে ধীরে কান্না তোমাকে ব্যার্থ ভাববে!


বরং তুমি কান্না কে মানুষ ভাবো।


মানুষ যেভাবে মানুষ কে কষ্ট দেয় তুমিও সেভাবে কান্না কে কষ্ট দাও


তবে সে কষ্ট যেন অবহেলা বা অবিশ্বাসের না হয়


মেরুদণ্ডহীন কোমলতা, আবেগপ্রবণ অনুরাগ, মুখ বুজে সহ্য করা না হয়।


সে কষ্ট যেন কঠোর হয়, উচ্চ আকাঙ্খাশীল হয়


ঠিক স্বপ্নের মতো, স্বপ্ন পূরনের উচ্ছ্বাসের মতো।


তখন দেখবে কান্না কত ব্যার্থ


কান্না কত অসহায়


কান্নার কত কষ্ট।