যে শহর আমার চোখে পরিচিত নয় তবে
পরিচিত আমার হৃদয়ে
সে শহরে আমি নির্জনতা খুঁজে ঘুরে ফিরি
প্রদোষ থেকে প্রদোষে।
রেলপথ ধরে হেঁটে পাতা ঝড়ার গান শুনে  
হারাই অজানার পথে
সে পথে দু'টো শরীর, ভালোবাসা জড়িয়ে
স্বপ্নের মুখে হেটে চলে।
দূরে দাঁড়িয়ে ভাবি তাদের বন্ধুত্ব থাকুক -
অমরত্বকাল হাসিমুখে..


১৭-২-২২
রাজবাড়ী