কাল কাল করে বন্ধু
আজ ঠিকই সময় চলেই এলো;
শহরের কবিতার ছবি
আজ তুমি হৃদয় খুঁজে আমায় দিও!
জীবনের সাথে জীবন যোগে
একই কাপে দু'জনা চা খেয়ে
আধখাওয়া সিগারেট নিয়ে অপেক্ষা
আজ স্মৃতি হয়ে দাঁড়িয়ে রবে।
শীতের দিনের চাদরের মতন
স্মৃতির এপিটাফে,
একাকিত্মকে আগলে রাখবে -
সেই আমরা নামক দিনগুলো
সেই আমরা নামক দিনগুলো!
সেই আমরা নামক দিনগুলোতে -
পীঠ পোরা দুপুর জুড়ে দুরত্ব
বদ্ধ ঘরে অথবা নদী র পারে
পথে প্রান্তরের গাছের ছায়ায়
বিকেল সুরের বন্ধুত্ব।
রোদ বৃষ্টির পথ; হেটেছি কত
সাথে থাকার শপথ; শত শত
পৃথিবীর শেষ দিন পর্যন্ত।
এখন এখানে চোখে - দেয়ালের কায়া
সেই আমরা নামক দিনগুলোর মাঝে;
যে কায়া'র কারিগর একক চরিত্র
যে চরিত্রের -
মগজে বাধা একগুচ্ছ নীল বেলুন
পায়েতে বাধা অশ্বথ বৃক্ষের শিকর।
যত বড় নয় স্বপ্ন পারাবার-
তত বড় আজ বাস্তবতা হাহাকার!
তবু আমাদের আগলে রাখবে
সেই আমরা নামক দিনগুলোর -
সম্মিলিত সুর সংগীত আর্তনাদ!
শুধু শহরের কবিতার ছবি
আমায় দিও আজ
বন্ধু আমায় দিও...