মাথা ভর্তি উদ্ভট কিছু চিন্তা ও চেতনার ঈষৎ সঙ্গম।
এমনই একটি দিনে, একটি ছোট্ট ভুলে, জমিয়ে রাখা সকল পুরনো মূহুর্ত গেলো হারিয়ে!
যে মূহুর্ত গুলো জমা রাখা হতো আমার মনে মগজে,
কলমে কাগজে ক্যানভাসে।


নীরবতা যেমন পিছু ছাড়ে না,
তেমনই পিছু ছাড়ে না পুরনো স্মৃতি।


বিদায় বলেছিলে যাকে
তাকে বলে যাওনি কখনও
- মনে রেখো।
তবুও সে রেখেছে মনে যেমন ধুয়ে রাখা কাপড়ে থেকে যায় শরীরের গন্ধ।


ভুলে যাই কত কী যে অভিযোগ ছিল।
কত কী যে মেলানো হতো না।


শুধু সূর্যাস্তের সময় ছাদে উঠে দেখি
আমাদের কাছে থাকাগুলো
না বলা কথাটুকু হয়ে
পাখিদের মতো দূরে উড়ে গেছে।


তবু ভেবে আশ্চর্য হই
এতদিন পর যদি কোথাও দেখা হয়ে যায়,
তোমাকে কি বলবো?