এইযে আকাশ ধূসর আকাশ
সেই আকাশে মেঘ কে ভাসায় বাতাস
শেষ ইচ্ছা তাঁর কেউ জানলো না আর!
মেঘের মনে বিষাদ, বৃষ্টি'র সূত্রপাত
সেই নন্দন বৃষ্টির ফাকে
কিছু কবিতার আনন্দস্নান
নীড় বাঁকা একাকী গোলাপ
হঠাৎ পদস্খলনে রোমস্থান
এবেলা অবেলা কালবেলা করে
মহুয়া মাতাল আদিম গাছ;
নিচে মৃতের শিহরণ সৎকার
আর নয় ভগ্ন হৃদয়
আয় নয় নিরব নিশান
ঈষৎ কালো একটা মেঘ
কত? কত তার ধার?
একটা ফুলে'র বাগান
কত তার রূপ-সজ্জা-লাজ।
নেই আজ, নেই কোনো কাল
ঘরতে নরকীয় অন্ধকার
মনন অবকাশ মনের ক্যানভাস;
একদা কেউ এসেছিল বলে
জেনেছি বাহিরে আলো
জানালা খোলা দরকার।
এরপর শুনেছি বেহালার সুর
এঁকেছি খসড়া জীবন সখার;
নীলবিষ পানে হায় লঘু বুক -
এরপর নিঃসঙ্গতা আর প্রেমের সংঘাত..
স্তব্ধ নগরের জং ধরা দেয়ালে আজ
মুখ ভার করে বসে নির্বান কাক
চোখ ভিজে যায়-ভিজে অন্ধকার
কিছু স্বপ্নের পরাজয় স্বীকার!
না পাওয়ার গল্পে স্বেচ্ছায় সর্বনাশ
একটা মৃত দেহের ভ্রমন পর্ব
অনুশোচনায় বালি ঘাঁটাঘাঁটি বালুকাবেলায়
অন্ধকার তখনও ঠিক হয় নাই
স্বপ্নীল ব্যকুলতায় পুড়ছে মোমেরশরীর
নিস্তব্ধতা কি একটা ফড়িং?  
গোধূলির আবরণে সে কেঁদে যায়
আচমকা সব অবসাদের বিনিময়ে
শহরের দরজিগুলো দুঃখ সেলাই।
নীরবে নীর্জনে সব মুছে যায়
এইত, আর কদিন পর তোমাকে ভুলে যাব
আজব স্বপ্নেই শুধু দ্বিতীয়বার ফিরে পাওয়া যায়।