আমার প্রেমিকা ছিল না, বা আছে
আমি বলবো আমার প্রেম ছিল, আর চিরতরে রবে!
যেমন সত্য আজ মাটির উপর কাল হয়তো নিচে
যেমন সত্য আর সময় থাকবে না একটা সময় এলে;
যেমন সত্য অনেকের হয়নি বলেই কারো কারো হয়।
যেমন সত্য অন্ধকার টানেলের শেষে আলো -
শহর বা বসন্ত যে যাই বলুক না কেনো;
অন্ধচোখে চির কান্নার রং সে প্রেম ইমাজিনারি  
আসলে প্রেম রুমির কথার মতোই
এক উদ্যান; সত্য আর মিথ্যার মাঝামাঝি।
সাদাকালো আলোকচিত্রে ফুটে ওঠা..
কোনো পরাবাস্তববাদী শিল্পী'র শিল্প;
কোন ফুলেল বাগান, সেথায় রঙ-তুলির সুগন্ধ
কোনো ফুলের মধু আহরিত -
যেথায় প্রজাপতির জীবনচক্র;
কোনো কবি'র লেখায় বা শিল্পী'র সৃজনে
আমার প্রেমের জন্ম || (কোই নো যকন,ヂ)
তারপর একদিন বলিল প্রেম -
তোমার ভার আমার ঘারে রাখো
সকল দুঃখ ঘুচে যাক।
শূন্যে রাখিয়া শুনেছি তখন
নৈঃশব্দের মৃত্যু এবং
অতলের গান গাইছে পারাবার।
আমি বলি প্রেম, ভালোবাসি..
প্রেম বলিল ভালোবাসি প্রস্থান!
প্রেম হলো না প্রেমের সাথেই
এখানে প্রেমিকার কি দরকার?