এ দুনিয়ায় প্রেম নেই, প্রেম নেই সৌমি!
আমি আমার, তুমি তোমার প্রিয় সঙ্গি-
শুনতে আজিব আমি জানি তবু
কত কত ঠোঁট বলে চলে যায় ভালোবাসি||
ভালোবাসি, ভালোবাসি, ভালোবেসো --


বট বৃক্ষের ছায়া হয়ে ছুব
সে এক অদ্ভুত প্রার্থনা ছিল।
আজ প্রেম প্রাঙ্গণ শূন্যে ঘর
আমারে পাবে তুমি নির্জন ভীড়ে
যেথায় ধবল বক দেখে আমায়
আমি শিশির হয়ে কাঁদি;
চির নিদ্রিত নির্জন অবকাশ  
কত কত আত্ম উপলব্ধি।
হলুদ পাতা মাটিতে শুকায়
কত সুখবেলা দেয়ালে লেখায়
আমরা দুজনও আছি -
মানুষ গুলোও বেঁচে আছে
কুহকিনী আমরা একাকী!
সর্ব কথার যাপন অর্ধ-সমাপ্ত
দুনিয়া নয় হৃদয়ের প্রতিচ্ছবি।
পালালে প্রেম, জানালা বন্ধ ভুল;
হঠাৎ করেই খোলা দরজা সম্মুখে
পিছু ফিরে চাওয়া কঙ্কণ হাতে নারী
তাঁর কাজলে আঁকা নয়ন পলক
হেমন্ত সন্ধায় - আমি বুঝি!


১৬ অক্টোবর, ২০২২