আমার মনের ভিতরে একটা বাড়ি আছে
সেখানে মাঝামাঝি বড় বড় সব জানালা,দরজা
হাওয়া হলে জোরে ধাক্কা খায়..
আজ আমার মনে বৃষ্টি নেমেছে মুষলধারে
প্রবল হাওয়ায় জানালা গুলো ধাক্কা খাচ্ছে
কিন্তু আমার মনের ভিতর কেউ নেই জানলা বন্ধ করার জন্য!
তোমারা কেউ কি আমার মনের জানলা বন্ধ করতে আমার সাথে যাবে?
আমি ডাকলে আমার কথায় তোমরা সারা দাওনা
আমি থাকতে বললেও তোমরা থাকতে চাও না
বৃষ্টি শেষের ভেজা মাটিতে হেঁটে যাওয়া পায়ের ছাপের মতো..
আমার মনেও তোমাদের রেখে যাওয়া ছাপ রয়ে যায়..
কেউ যে চিরতরের জন্য আমার হও না।
তা-ই একা আমি যায় আমার মনের জানালা বন্ধ করতে...
যাবার আগে একটু পিছু ফিরে দেখি কেউ কি আছো দাঁড়িয়ে আমার জন্য?
কেউ নেই দাঁড়িয়ে, আমার চিরচেনা বন্ধু নিঃসঙ্গতা ছাড়া!