প্রেমের আত্মা বাঁচে তরু হয়ে
যে তরু জন্মেছিল প্রেমিকের হৃদে;
সে তরু'র ছায়া, সে তরু'র ফল
সে তরু'র সকল ফুল
আশ্রিত প্রেমিকার কোলে।
দিন নেই, রাত নেই, কাঁধ নেই,
ঘুম নেই, সুর নেই --
দাঁড়িয়ে আছে তরু
দেহান্ত শরীর তাঁর অক্ষত;
জীবনের অঙ্কুরিত প্রেম-মন্ত্র।
সংসার যেন সংসার পত্রতরু-
সংসারে দু'জনারে দু'জন সুধায়
যোগী ও অভিমানী নামে..
এ তরু তাদেরই গল্প, সে গল্পে -
পাহাড়ে চেয়েছিল বাস অভিমানী
নিশ্চুপ নিজ নদী বেঁচে এলো
চোখ ক্রেতার ধারে যোগী;
এখন চাইছে আবার সমুদ্র জীবন
কোন অভিমানে, অভিমানী?  
সংসারে প্রশ্ন-অপ্রশ্নে চুম্বন
হারায় অন্ধকার; জীবন যাপন--
হারিয়ে, ফুরিয়ে দু'জন জৈবসার।
এ তরু আমাদের ক্ষুদ্র সংসার,
নয় কারাগার; এখানে শেষ ইচ্ছাও
আরেকটি ছোট্ট আবদার।