মনের মধ্যে -
শরৎ অবকাশে প্রফুল্ল সজীব সুখ;
যমুনার পারে সবুজ হওয়ার মাঠে
                কৃষ্ণের বাঁশির সুর।।                     শিহরণে দোলে মাতাল কাশ ফুল।


জলে বায় মাঝি পালতোলা তরী-
মেঘের আড়ালে চাঁদের উঁকিবুকি
বিরহ দহন দিনের সমাপ্তি তখন।
নৈঃশব্দ্য ঢেউ, শান্ত পক্ষীকুল-
            শ্রবন চিত্তে ঝুনুরঝুনুর।।


গোপিদের সাথে যমুনার পথে -
নুপুর পায়ে পায়ে বিনোদিনী রাই।
মোহন বাঁশি সুরে পিছু পানে চায়।
সন্ধা চাঁদের আলোয়-
               ঔজ্জল প্রাপ্তি পায়-
মৃগলোচনা রাইয়ের রক্তিমা মুখ।।


লিলুয়া বাতাসে প্রজাপতির উড়াল
সর্ব কল্প দিল নিরবতায় রাজি ডুব।।
কাশের শরৎ, অনাগত প্রফুল্ল সুখ।
ছেড়া ছেড়া সফেদ মেঘ হয়ে-
            মনেই সমাহিত থাকুক!