আচমকা দমকা বাতাস, মেঘ আড়ম্বরে
চারপাশে কোলাহল লীন জনশূন্য পথে
গাছের পাতার রুক্ষ বিলাষী সবুজ দেহ
ভেজার স্বাদে কাতুকুতু সুখে বৃষ্টি স্নানে
মন্থর বৃষ্টিদানা বজ্রগর্ভ মেঘ হতে ঝড়ে
আত্মহারা হয়ে পাতারা শিহরণে দোলে।
ছন্দোবদ্ধ বাক্যে অনামিক অনুভূতি সে-
মেঘলা মেদুর আকাশ, ধূসর পৃথিবীতে
অব্যক্ত কথার সাথে পরিচয় আলিঙ্গনে
অক্লান্তির পথে মৃত্তিকায় ক্লান্ত রুহু শুয়ে!
নীরবতার গান ভেসে আসে বাউল সুরে
মেঘ বাজায় বাদ্যযন্ত্র বিয়োগান্ত গর্জনে
উৎকন্ঠিত মন সমাহিত অন্যমনস্ক ভবে
জানালা-দরজা স্পন্দিত ঝড়ো বাতাসে
চোখ দৃশ্য ছোঁয় দৃষ্টিভেদ্য চঞ্চল বৃষ্টিতে
বৃষ্টি,কান্না মিশে যায় প্রহেলিক নর্দমাতে।
যেন জীবন প্রবাহ প্রবাহিত গতিতে চলে
ভিন্নশক্তি প্রয়োজনীয় নয় জীবন প্রবাহে।
এমন বর্ষাদিন নির্বানের ডাক হয়ে ডাকে
অন্তরস্থ সংশয় দৃষ্ট জৈবসার হয়ে ভাসে-