নীল সর্গে যাবো ভেবে প্রতিদিন প্রদীপ হাতে তর্ক
বিরক্ত পৃথিবী নরক চারদিকে শুধু রক্তের গন্ধ।


মিথ্যে কান্না সত্যি কান্না মানবিকতা আজ ভন্ড
যুবক যুবতী নগ্ন, সবই কানাগলি বীর্যের গল্প।


কালো ধোঁয়া দেয় উপহার হিসেবে মাতৃগর্ভে পঙ্গুত্ব
জীবন রাস্তায় ক্লেশ নালিশ কলহ চাকরগিরি অল্প


ওস্তাদ, রাস্তা পিষতে গলা ঘিলু হাড় আরো কি লাগতো?


দেখে সাদা-পতাকা বোমায় ক্ষত,
রনক্ষেত্রে সৈনিক ভাবে আমি এখানে কেনো?


প্রেমিকার কপালে চুমু দিয়ে প্রেমিক বলে 'প্রিয় যুদ্ধ শেষে আবার দেখা হবে হয়তো'


শুধু জ্বলে আগুন! পুরে সবুজ! কাঁদে কৃষক!
বদ্ধঘরে খিলখিলিয়ে হাসে ক্ষণস্থায়ী যুযুৎসু বুক!


অন্যদিকে, কবির চোখ অলীক ভাবনায় বৃক পাখির ডানা হয়ে দেখে পৃথিবী আজ লাল ধ্বংসস্তূপ!