সমুদ্রের মানুষটারে মনে পড়তেছে!


তাঁরে মনে পড়ার পিছনে
আরো কয়েক তুমি হারায়ে গেছে..


যেন -


তুমি গুলো
আমার হয়ে আসে
কিছু সময় পাশে বসে;
হাসে, কথা কয় ,গান গায়
আবার তোমার মত কইরাই হারায় যায়!


মনে করলেই মনে হয় এই জীবন
রঙ মাখে কখনো সবুজ কখনো হলুদ;
ছায়ার ছাতা হয়েও এ মন, জানে
সে ঝড়বে সে জানে, ঝড়বে জেনেই
জন্ম-জন্মান্তরের অগাধ আবেগ ||


এ-র পর পর-ই
মনে পড়ে সমুদ্রের মানুষটারে


বুকের মধ্যে পোষা শরতের ঘ্রাণে
কখনো কখনো অনুভবে একটা বোধ জন্মে
যেন আকাশে আঁকা চাঁদ আমরা একই সময়ে দেখি
যেন আমরা একই নক্ষত্রে আঙুল ধরে দুঃখ গুনি ||