হয়তো একদিন সব হবে
কিন্তু আমাকে নিয়ে যে ভাবে,
সে যে মনে করে আমি একদিন অনেক বড় হবো
এমন বড় যেনো আকাশ ছুতে পাড়বো
যেন মেঘের দেশে আমার বাড়ি হবে।
কিন্তু যে আমাকে নিয়ে ভাবে, সে কি আমার হবে না?
তার ছবি কি আমার শোবার ঘরে,বসার টেবিলে থাকবে না?
তার ছবি কি আমি মানিব্যাগে নিয়ে ঘুরতে পাড়বো না?
এখন যতটা দূরত্ব তার থেকেও বেশি অনুভূতি
সবই কি একদিন শেষ হয়ে যাবে?
তাকে কি সত্যিই আমি পাবো না?


প্রশ্ন? প্রশ্ন? প্রশ্ন?
তাঁর কথা মাথায় আসলে, প্রশ্ন আসে ওষ্ঠে।
প্রিয় প্রশ্ন আসে..কিন্তুু উত্তর যে তুমি বলো না!
তাই প্রশ্ন আমার মনে এসেও এখন আর আসে না!


তাই বলি আমি কি চাই একটু জানতে চেও
জানতে না চাইলে কান পাততে শিখো
কারন আমার মনেও ঋতু আসে বর্ষা, শীত,বসন্ত।
বসন্তে মনে ভালোবাসা থাকে তখন পাতা পরে কিন্তু ফুল গজায়
ডালে ডালে পাখি গান করে, ওই গান আমার মনের কথা বলে
তাই বলি কি কান পেতো আমার মনের গানে।