নৈঃশব্দ্যে কান পেতে শুনতে পাই বসন্তের আগমনী। রক্ত কবরী রাঙা শিমুল গাছের ডালে পাখিদের সুর-
শব্দ। গানপুরের গাঙ্গপারে গরু বাধা খেজুর গাছের পাশে খালি পায়ে ঘাসে মুখোরোতর হাস্যে বন্ধুত্বের হাসি। ভিতর মনে প্রশ্ন শুধু পাতাহারা গাছের চুড়ায় পাখি এবং এই আমি একা বসে কার অপেক্ষা করি? অহেতুক প্রশ্নের উত্তর খুঁজতে চাঁদের দিকে তাকাই রুহু পালিয়ে যায় নতজানু শরীর ছেড়ে শেষ বেলার পাখির চোখের জল হয়ে! ভাবি এই নৈঃশব্দ্যে কি শুনতে পাবে পালিয়ে যাওয়া রুহু? নাকি নৈঃশব্দ্যে শুধু এই অসার শরীর শুনতে পায়?


১৩-২-২০২২