কিছু হইতে চাওয়ার বয়স বেড়েই যায়।
আরেকটা দিন আরেকটা রাত
নিজস্ব ত্বরণ লীলায় দৌড়ে পালায়!
কিছু কিছু অদ্ভুত বিছিন্ন মানুষ
এমনই বিষন্ন রাত পাহাড়ায়,
অন্ধ আলোর মরীচিকায় ||
হায় রে ! অন্ধ আলোর মরীচিকায়
সঙ্গী হয়ে পরে রয় শূন্য চায়ের কাপ
পুড়ে যায় সিগারেটের ধোয়ায় লিলুয়া রাত;
আর আমি আজ, বসে আপন ভাবনায় -
এ-ই সব রাতে, গিটারের তারে,
সুরের স্রোতে, ফুঁড়িয়ে যায় অন্ধকার।।
তবু আজ এ বিষাদগ্রস্ত শহরে..
কেউ বোঝেনি আমার অভাব!
দেখেছে শুধুই আমার স্বভাব; আর
পাশে বসে চিরসঙ্গী শূন্য চায়ের কাপ
পুড়ে যায় সিগারেটের ধোয়ায় বিষন্ন রাত!