একান্ত ব্যক্তিগত দুঃখ!
একান্ত ব্যক্তিগত কথ্য!
একান্ত ব্যক্তিগত তুমি!


সবকিছুই নিজস্ব,একান্তই একাকিত্ম!


ব'লে ছিলে প্রিয় শরতে শিউলি ফুল দিও


শরৎ এসে চলে গেলো
বুকে শীতের বাতাসে বহে বাদল
বসন্তে শুক পাখি গান গায় কত শত
থেকে যায় দুঃখ গ্রীষ্মে বর্ষার অপেক্ষা মতো।


এ দেখা নাই বা হতো
এপথ ওপথ করে অজানায় আজও বাধা দু'জন


একহয়ে থাকার দিন সব মুঠোফোনের হারানো ভিডিও


তোমার আরক্তিমা ঠোঁটের স্পর্শ আমার স্বপ্নে বাস্তব।


ভাবি দাঁড়িয়ে থাকবে দিন আমার সাথে, তবে দিন চলে যায়


তোমাকে হারিয়ে,
পৃথিবী বেঁচে দাঁড়িয়ে থাকে অসার দেহ
দু'হাতে ঝড়া শিউলি সুরভি নিয়ে প্রেক্ষণরত।