একটা ঝড়া পাতার ছবি তুলবো ভেবে ভেবে—
জীবন পেরিয়ে এলাম।
ভেতর থেকে হয়তো আর দেখার সুযোগ হবে না;
কাউকেই এবং কোনো কিছুই!
যাকে ভালোবাসা দেওয়ার কথা ভেবেছিলাম
তাঁকেও দেওয়া হলো পুরটাই;
শুধু ফিরতি পথে, একান্ত না পাওয়া গল্প!
তাঁকে পাওয়া হলো না আমার—
এর মানে এই নয় আমার প্রাপ্তি নেই
এর মানে এই আমার প্রাপ্য পাওয়া হলো না।
বুঝেছি আকাঙ্খা শূন্য জীবন আরো সুন্দর
তাই শুনে আমি দাঁড়িয়ে ছিলাম পুরাটা জীবন
ভালোবাসাময় ঋতু তৈরি করে হৃদয়ে
শুধু গাছ হতে ঝড়া পাতার ছবি তুলবো ভেবে;
ভেতর থেকে হয়তো আর দেখার সুযোগ হবে না
কাউকেই এবং কোনো কিছুই!
কমায়, কমায় ফুরিয়ে এসেছি জীবন
ভেবেছিলাম নিজেই ইতি টানবো দাড়ি হয়ে
কিন্তু এখন বেলা শেষে
বিষময়সূচক এবং প্রশ্নবাদক দু'হাতে
দাঁড়িয়ে আছি আমি—
ছায়া'র উপর ঘুমবো জেনে!