অন্তরের অন্তঃস্থলে;
দিবাস্বপ্নের প্রতি নিঃশ্বাসে-
একটা তুমি আছো।


হলুদ দুপুর শেষে হঠাৎ
বৃষ্টি বিকেলে - রংধনু রঙে
একটা তুমি আছো।


নীলাভ-সাদা আকাশে
অংকিত নীল পাখির ক্যানভাসে;
একটা তুমি আছো।


তুমি আছো - তুমি ছিলে!
যা ভিতরে তাও আজ বাহিরে!


চলে যাওয়া বসন্তের মতন
তুমি নেই-


তবু তুমি -
ভিতরে থেকেও বাহিরে!


প্রথম জানা ফুলের নামে-
ঝরিত নান্দনিক আনন্দে।


কবির কোনো কবিতা হয়ে
অথবা কোনো গানের সুরে সুরে;


আমার শরীরের তাপে;
হয়তো বা মেঘের ক্লান্ত বৃষ্টিতে।


ছায়াবীথি নদী ছোঁয়া চোখে
তারা খসা আকাশে আবদারে;
একটা তুমি আছো - মুহূর্তের মৃত্যুতে!