কাশফুল ছুঁয়ে পথে দেখা হলো প্রিয় মনের সাথে
মায়ায় ইতস্ততঃ দিব্যস্বপ্নের বৃষ্টি স্নাত শরৎ মাসে


শীতের শেষে শিশির বেশে পরিচিতি হয়ে কলমে
তৃপ্তির জল জমে জড়িয়ে রয় আমার শরীর বুকে


বাগান বিলাষী বসন্ত দিনে মর্মর ছন্দে পাতা ঝরে
ফাগুন শেষে চৈত্র এলে পাতা শব বাঁচে অন্বেষণে


নবপরিচিত মন পরিচিতির ছলে-বলে যেতে হবে
বৈশাখ আগমনী র্বাতা কাতর কালবৈশাখী ঝড়ে


প্রিয়দর্শনী মন যে বছরের প্রথম জবা গুজে কানে
চলে যায় সে জবাকুসুমসঙ্কাশ রূপে আমায় ছেড়ে


সুখ শোকে বলি হারাবে না অন্তর উপন্যাস থেকে
অপরিচিতার আবেশ বাঁচবে আমার উপসংহারে


শরৎ শীত বসন্তে অথবা মনোময় মায়াবী ঋতুতে
আঙুল ছুঁয়ে আরুশি আলোতে আবার দেখা হবে