মাথার ভিতরে তুমি ভ্রমরী রূপে মগজ মধু শোষণ
করো;
আমার পৃথিবীর গতি তুমি মগ্ন অক্ষরেখায় নিলীন  
কেনো?


আমার সাথে
হাওয়া কথা বলে
নৈঃশব্দ্য কথা বলে
অজানা প্রশ্ন কথা বলে,
তোমার সাথে আমার কবিতা কথা বলে না কেনো?


চাওয়া এবং না-পাওয়া কে পূর্ণতা ভেবে
ভগ্নহৃদয় আমার মাথা উঁচু করে বাঁচার লোভে
উদাত্ত চৈত্রের আকাশের মুখে তাকায় হেঁসে।
অজানায় বলি তুমিও তাকাও-
দেখো আকাশ কান্নার জন্য মেঘেদের কেনো ডাকে?


তোমার অনুপস্থিতিতে আমি একাকিত্বে হারাই
আমার অনুপস্থিতি কি তোমাকে কখনো ভাবায়?


শুধু মূহুর্ত সকল বলে যায় তাদের গুরুত্ব আমায়
বেলা-অবেলায় চলে যাওয়ার গল্প বলে যায় সময়।
আমার সকল আমিও আমাকে ডেকে বলে-
আছি আমি কিন্তু মূলত না থাকার প্রয়োজন উছিলায়!


ওপারে বিভীষিকা রূপে নিশিবলাকা বিবাগী উড়ালে হাওয়া বদলায়!