এ-ই ভালোবাসা, এই প্রেম, এই স্বত্ব
বোধ হয় যেন আর আমার হবে না!
এ জীবন ছন্দহীন, নয় ততটা রঙিন —
যতটা রঙিন হলে শুষে যায় প্রজাপতি।
বাতাসে ঝড়া ফুল শরৎ এর শেফালী
হয় অন্য সুরে গান; মন কম্পিত তখন
মন নাকি আত্মা? সুর তব স্বত্ব ছোঁয় —
কন্ঠ এক অমৃত যোদ্ধা!


মোমের দহনে জীবনী জীবন সাত সুরের
আলোকবর্ষ দূর হতে আশ্রয় পেল সময়ে
এই জীবন কখনো নির্বান চিত্তে আ-উ-ম
কখনো গোধূলী ক্ষণে খুঁজে চলে আঙুল;
পথে পথে দেহান্ত ফুল জাবরকাটে রূপ —
বিষন্ন সন্ধা এলে!


এ-ই ভালোবাসা, এই প্রেম, এই স্বত্ব
বোধ হয় যেন আর আমায় হবে না!
শুধু ছায়াবীথি পথ মেরুদণ্ডের ন্যায় উবু
তবু মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখায় —
আঙুল খুঁজে পথে।


এরপর কি হয়? তব ঠোঁট পরাবাস্তবতায়
শীতল নিস্তব্ধ বিচলিত তবু বিস্তারিত নয়
আরেকটু পথ শেষে বেহালার সুর সুধায়
স্বত্ব বলে আমায় একটা ঠোট-ই-আশ্রয়!
যেন হারায় গিয়েছে কবে কঙ্কাল কাঁকরে
যে জীবন উপবাসী ঠোটে!