তুমি সেই গোলাপ যার স্পর্শে পেতে হয় দৃঢ় কাটার
আঘাত


তুমি সেই রঙিন প্রজাপতি যার ধরার চেষ্টায় খুঁজে
পাই ভিন্ন প্রতিশ্রুতি


তুমি সেই অন্তহীন অপেক্ষা যার মননে কবির ভগ্ন-
হৃদয়ে তৈরি হয় না-পাওয়ার কবিতা


তুমি সেই বসন্তের নৈঃশব্দ্য যার অনুভবে কোকিল
আবৃত্তি করে জীবনানন্দের নির্জন স্বাক্ষর


তুমি সেই গোধুলি বেলার দমকা বাতাস যার প্রস্থানে
আধারে বিলীন হয় আলোর আবহমান সংসার


তুমি সেই মধ্য রাতের বৃষ্টির আগমনী বার্তা যার জন্য পৃথিবী শান্ত নীরব; শুধু আমার বুকে অদৃশ্যমান ঝড়!