নৈঃশব্দ্যের খোঁজে
কখনো আমরা ছুটে যাই নীলে
কখনো কখনো উঁচু পাহাড়ের চুড়াই


পৌঁছে খুঁজে পাই
নৈঃশব্দ্য ভরা শীতল বাতাস
মেঘের সাথে কথা বলার সুযোগ একরাশ


কি নিষ্পাপ হয়ে ওঠে হৃদয় তখন
কি অদ্ভুত স্নিগ্ধতা ছোঁয় আমাদের দুটি চোখ
মনে হয় এমনই হতো যদি আমাদের জীবন অংকন!


যা নেই এই ধুলোমাখা শহুরে যানজটের কাছে
যা নেই এই মুঠোফোনের বিরক্ত রিংটোন, নেটওয়ার্কে
তা আছে এই সবুজ এই পাহাড় এই নীলের ঘ্রাণে,স্পর্শে, অনুভবে..