আমি যদি পাখি হতাম
তাহলে সব কিছু ভুলে
ডানা মেলে উড়ে যেতাম তোমার কাছে -
তোমার সোহাগের দানা খেয়ে
তোমার শান্তি নীড়ে ঘুমিয়ে পড়তাম -


আমি যদি বাতাস হতাম
তাহলে সব বাঁধন খুলে
বয়ে যেতাম তোমার ঠিকানায় -
তোমার হৃদয় কুসুমের স্নিগ্ধ সুবাসে
নিজেকে সুবাসিত করে ধন্য হতাম -


আমি যদি নদীর জলধারা হতাম
তাহলে দীর্ঘ পথ পেরিয়ে
শেষে মিশে যেতাম তোমার প্রেম সাগরে -
প্রেম তরঙ্গ হয়ে
রয়ে যেতাম তোমার বুকে চিরকাল -