হে ভগবান !
তুমি যে সবই দেখছো দেশ -দুনিয়ার অবস্থা -
অত্যাচারী -দূরাচারী -স্বার্থান্বেষী -হিংস্র মানুষে  ভরে গেছে সমাজ -
তবুও কেন তুমি নীরব? কেন নেই তোমার আওয়াজ?
অন্যায় -অত্যাচারের বিরুদ্ধে কেন নিচ্ছ না বিহিত ব্যবস্থা?


তোমার সৃষ্ট সুন্দর পৃথিবী আজ কলঙ্কযুক্ত -
অসাধু ব্যক্তির দাপটে সাধারণ মানুষ আজ বিপদগ্রস্ত -
অসহায় -যন্ত্রণাসিক্ত -ভীত -সন্ত্রস্ত ;


মানুষের জীবন ও সম্পত্তির নেই কোনো নিরাপত্তা -
নিত্য ঘটে চলেছে চুরি -ছিনতাই -অপহরণ -ধর্ষণ -হত্যা -


হে ভগবান !
তুমি যে সবই দেখছো
তবুও কেন তোমার এই মৌনতা? -
নিরপরাধ মানুষের দুঃখ -বেদনা -কান্না
কিছুই কি তোমায় বিঁধে না? -


হে ভগবান !
তুমি যে সর্বশক্তিমান
তবে কেন তুমি নিষ্ক্রিয়? -
কেন দিচ্ছ না দোষীকে শাস্তি? -
কেন করছো না পাপীর সংহার? -
কেন করছো না নিরীহ লোকের উদ্ধার? -