(এক)


ছিলো স্বপ অনেক জীবনে,
হলো না কিছুই পূর্ণ -
বাস্তবতার কষাঘাতে
সব স্বপ্নই হলো চূর্ণ !


(দুই)


ভালো লোকের -ভালো কাজের
যে দেয় না মূল্য
সে তো মানুষ নয়,
সে যে পশুতুল্য !


(তিন)


বৃহৎ স্বার্থে হৃদয় -মন করো যুক্ত,
তবেই সংকীর্ণতার বেড়াজাল থেকে হবে তুমি মুক্ত -