ওগো বন্ধু,
জানি তুমি উচ্চবর্গীয়, উচ্চশিক্ষিত, ধনবান,
তাই বলে করো না আমাদের হেয় জ্ঞান -


জানি আমরা খুবই সাধারণ -
দীন-দুঃখী,  কোনোমতে করছি জীবন ধারণ -


তবুও আমরাও তো মানুষ -
রক্ত -মাংসে গড়া ! -
আমাদেরও রয়েছে আবেগ, অনুভূতি, চিন্তাশক্তি
তোমারই মতো -


তাই বন্ধু,
করো না আমাদের অবহেলা -
অভিমান বশে দেখো না আমাদের ঘৃণার চোখে -


জানি আমরা সাধারণ -
উন্নত নয় আমাদের জীবন
তোমার মতো -
তবুও আমরাও তো বিধাতার সৃষ্টি -


তাই দর্পকারী হয়ে করো না আমাদের অবজ্ঞা -
দিও না আমাদের প্রাণে ব্যথা -