কেন কথা বলো না
ওগো প্রিয়া আমার ! -
কেন এই অভিমান ?


তুমি তো জানো প্রিয়া -
আমি পাগল তোমার জন্যে -
তোমার মধুর বচন শ্রবণ না করে -
তোমার মিষ্টি হাসিমুখ দর্শন না করে
আমি বাঁচতে পারি না !


তবে কেন তুমি নিশ্চুপ ? -
কেন করো অভিমান ?


ওগো প্রিয়া আমার !
যদি অজান্তে হয়ে থাকে
কোনো ভুল আমার
তা আমায় বলো প্রিয়া -
শুধরে নেবো আমি | -


কিণ্তু এমন সাজা দিও না আমায় -
চুপ করে থেকে
কেড়ে নিও না আমার প্রাণ !