আমি সপ্তজনমে একবারই পুড়েছিলাম সুখের বহ্নিশিখায়,
তারপর কত শোনিত শতাব্দী পেরিয়ে গেল,
পৃথিবীর বিভিন্ন দুঃখ হয়েছে যাপিত নিরাভরণ -
আমার কালান্তরে শেষ হয়নি শোকের  মগ্নতা,
দংশনে কষ্টের জর্জরিত আভাস প্রাপ্তিই পুরষ্কার
ময়ুরের পেখমে অনাকাঙ্ক্ষিত উল্লাস
অথবা শুধুই মাঠ-ঘাট-প্রান্তরের ঘুরে বেড়ানো বিষণ্ণতা
আমার অশ্রুতপূর্ব রাগিণীতে বেজে ওঠে সাইরেন,
বুকের ভেতর অসংখ্য ইচ্ছাধীন স্বপনচারিনী -
অপাশ ফিরে শুয়ে থাকে অন্ধকার বিছানায়
জোছনারাতে নিঃশব্দ জানালার পাশে,
গুটিকয়েক বিষন্ন কুকুর ডেকে যায় নিজস্ব ছন্দে,
আমি জেগে থাকি আজন্মকাল একান্ত রাত্রিযাপনের আর্তনাদ নিয়ে।