তোমাকে ভালোবাসি বলেই
বিলিয়ে দিতে পারি উৎসবিহীন প্রতিটি রাতের ম্লান দু:খ,
অসমাপ্ত ভোরের সপ্নে দাড়িয়ে থাকতে পারি অনন্তকাল,
নিশ:ব্দ অপেক্ষায় হাত রাখতে পারি তোমার অস্পর্শিত ঠোটে।


তোমাকে ভালোবাসি বলেই
কয়েক মিলেনিয়াম ধরে রুখে দিতে পারি
তোমার চিবুকের ঐশ্বরিক আলো,
তুলে আনতে পারি অড়হর ক্ষেতের অপারের আকাশ,


তোমাকে ভালোবাসি বলেই
গাঢ় অধঃপতনের শব্দ বদলে দিতে পারি একান্ত কান্নায়,
অকুস্থলের মেঘদল ঝরিয়ে দিতে পারি স্নাত বর্ষণে,


তোমাকে ভালোবাসি বলেই
অম্লান মুষ্ঠিতে আবদ্ধ করতে পারি সব স্তবিরতা,
সন্ধ্যা প্রদীপ জালিয়ে দিতে পারি বুকের বাম পাশে,


তোমাকে ভালোবাসি বলেই
তোমার জাফরানি রংয়ের দূঃখগুলো বুকে ধারন করে,
হাসিমুখ ফুটিয়ে বলতে পারি
না,আমার কোন দুঃখ নেই।